চট্টগ্রাম জেলা সন্দ্বীপে ৭ জন করোনা পজেটিভ।

 প্রকাশ: ১০ মে ২০২০, ০৯:২৫ অপরাহ্ন   |   বিনোদন


ষ্পেন্দু মজুমদার,

চট্টগ্রাম( সন্দ্বীপ)  প্রতিনিধিঃ


চট্টগ্রাম জেলার নদীমাতৃক দ্বীপ সন্দ্বীপ  এতোদিন ছিল সুখ সমৃদ্ব।আজ তার ভয়াল থাবা লেগেছে সন্দ্বীপে।


একজন রোগিকে  আইসোলেশনে রাখা হয়েছে, এবং তার বাড়িসহ  লকডাউন ঘোষণা করেন। পরবর্তিতে তার বন্ধুদের প্রশাসনের নির্দেশ  স্বাস্থ্যকর্মীদের পরামর্শ কয়েকজনের স্যাম্পল নেওয়া হয়,যাহাদের মধ্য ৬ জনের রেজাল্ট পজেটিভ।


সন্দ্বীপ উপজেলা প্রসাশন উক্ত বাড়ি পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্মকর্তা ডাঃ ফজলুল করিম বাকি ৬ জনের হোম কোয়ারেন্টিন রেখে চিকিৎসা সেবা দিয়ে যাবেন।। 


গাছুয়া স্কুল মোড় থেকে,হাসপাতাল মোড সহ খান সাহেবের বাড়ি মেই দরজা লকডাউন করে দেওয়া হয়েছে।


উপজেলা প্রসাশন কর্মকর্তা  গন বলেছেন,আপনারা সরকারি বিধিনিষেদ মেনে চলুন,ঘরে থাকুন, সুস্হ থাকুন

বিনোদন এর আরও খবর: