খান্দারপাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সভাপতি হিসেবে মোঃ মহিউদ্দিন খন্দকার (আলো)

 প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৪:৩০ পূর্বাহ্ন   |   বিনোদন


Start typing...খা

ষ্টাফ রিপোর্টার,  মুস্তািফজ খন্দকারঃ

খান্দারপাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সভাপতি হিসেবে মোঃ মহিউদ্দিন খন্দকার (আলো) নির্বাচিত করা হয়েছে। আজ রোজ শনিবার ঘোষনা করা হয়। ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে তার মধ্যো মহিউদ্দিন খন্দকারের জন সমোর্থন বেশি থাকায় তাকে নির্বাচিত করা হয়।  উপস্থিত ছিলেন ৪ং খান্দারপারা ইউনিয়ন চিয়ারম্যান, মুকসুদপুর উপজেলা আওমিলীগের ১ম জুগ্ন সাধারন সম্পাদক, ৪নং খান্দারপার ইউনিয়ন আওমিলীগের সম্মানিত সভাপতি ও সাধারন সম্পাদক।
মহিউদ্দিন খন্দকারকে নির্বাচিত করায় উক্ত এলাকার সবাই খুবই খুশি। এলাকা বাসির তথ্য সূত্রে জানা জায় সে খুব ভালো মনের মানুষ সর্বসমায় তিনি সাধারন মানুষের পাশে থাকেন।

বিনোদন এর আরও খবর: