সন্দ্বীপ নৌ-বাহিনীর কন্টিনজেন্ট কতৃক ত্রান সামগ্রী বিতরন।

পুষ্পেন্দু মজুমদার, সন্দ্বীপ প্রতিনিধি ঃ
সন্দ্বীপে কোভিড ১৯ এর প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মানবিক কাজের অংশ হিসেবে ত্রান বিতরন।
আজ সন্দ্বীপ কন্টিনজেন্ট কমান্ডার লেফটেনেন্ড কমান্ডার তরিকুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা শাখার পেটি অফিসার মোঃবাচ্ছু সহ একদল চৌকস সদ্যসবুৃন্দ,গাছুয়া,সন্তোষপুর,
আমানউল্ল্যা ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
এ সময় লেফটেনেন্ড কমান্ডার তরিকুল হাসান বলেন কোভিড-১৯ বা করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ নৌবাহিনী মার্চ মাস থেকে সিভিল প্রশাসনকে সহায়তা করে আসছে।
পাশাপাশি লোকজনকে সচেতন করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নিরলস ভাবে সন্দ্বীপে কাজ করে যাচ্ছেন তারা। তিনি আরো জানান ত্রান বিতরণ নৌবাহিনীর মানবিক কাজের একটি অংশ।
এছাড়াও সন্দ্বীপকে করোনা মুক্ত রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা, বাড়িতে অবস্থান করা ও সামাজিক দূরত্ব মেনে চলতেও অনুরোধ জানান তিনি।
সুশীল সমাজের প্রতিনিধিদের নৌ-বাহিনীর এভাবে ত্রান বিতরনকে বিতর্কহীন ও সঠিক জায়গায় ত্রান বিতরন করছে বলে মন্তব্য করতে শুনা যায়।
ঘরে থাকুন, সুস্হ থাকুন।