প্রধানমন্ত্রীর অনুদান বিতরন করা হলো কমলগঞ্জের ৪৩৩টি মসজিদে।

জয়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে উপজেলার ৪৩৩টি মসজিদে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৬ জুন) বেলা সাড়ে ৩টায় কমলগঞ্জ উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা বিআরডিবি'র সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরীসহ বিভিন্ন মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক, ইমাম ও মোয়াজ্জিনগণ।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৩৩টি মসজিদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে মোট ২১ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়।