দেড় বছর বয়সেই এতিম হওয়া ছেলেটিই হলেন গোপালগঞ্জ-১ আসনের প্রথম সংসদ সদস্য।

 প্রকাশ: ০৯ জুন ২০২০, ০১:৪৯ পূর্বাহ্ন   |   বিনোদন


প্রতিবেদক - মোঃ রফিকুল ইসলাম :


যার কারনে বাঁশবাড়িয়া গ্রামকে চিনেছিলেন বঙ্গবন্ধু,পদধূলি পড়েছিলো জাতির পিতার...!!! চিনেছিলো প্রিয় গোপালগঞ্জ বাসী.…...!!!

অবশ্য এর অন্য একটি বিশেষ

কারন ছিলো : ছোটবেলায় দুজনের-ই ডাক নাম ছিলো "খোকা"...!!!

যার কারণে মুকসুদপুর উপজেলার সর্বপ্রথম ইউনিয়নের স্বীকৃতি লাভ করে- বাঁশবাড়িয়া!যার কারণে ঐতিহ্য বাহীর তকমা পায় বাঁশবাড়িয়া ইউনিয়ন ।।।

যে ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সহচর । আওয়ামীলীগের শুরু থেকে (১৯৪৯) একটানা ২৩ বছর (১৯৭২ পর্যন্ত) গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন এই "বীর পুরুষ"..!!!


বীর পুরুষের নাম - "এ্যাডভোকেট নজীর আহাম্মদ তালুকদার"...!!!


পেশাগত জীবনের শুরুতেই গোপালগঞ্জে থাকার কারণে বঙ্গবন্ধুর সাথে একটা সু-সম্পর্ক গড়ে উঠেছে । পরবর্তীতে নিজ চাচা মেহের তালুকদার ও বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় রাজনীতিতে পা রাখেন...

সফল এ রাজনীতিবিদ‌ ..!!!

১৯৭১ সালে বাঙালির মুক্তিযুদ্ধের সময় অস্ত্র সংরক্ষণ ও প্রদানের দায়িত্ব ছিলো এই বীর মুক্তিযোদ্ধার..!

বঙ্গবন্ধু তার এই দায়িত্ব যথাযথভাবে পালনে অভিভূত হয়ে যান  এবং

১৯৭৩ সালে বঙ্গবন্ধুর নির্দেশে গোপালগঞ্জ-১ আসনে নির্বাচন করে বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন !!!


অথচ এই মহান বীর দেড় বছর বয়সে প্রথমে পিতাকে ও ৪ দিন পরে তার মাতাকে হারান ..!!!

এরপর মহাপুরুষের সবকিছুর দায়িত্ব নেন চাচা মেহের তালুকদার ..!!! 

এই বীর মুক্তিযোদ্ধা,সফল নেতা ও সংগঠকের ছবি এখনো শোভা পাচ্ছে গোপালগঞ্জ আওয়ামীলীগের কার্যালয়ে..!!!


এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি: মুক্তিযুদ্ধের স্বীকৃতি স্বরূপ এই 

মহান নেতাকে মরনোত্তর "স্বাধীনতা পুরস্কার" প্রদান করা হোক !!!


এই মহাপুরুষের সমগ্র জীবন কাহিনী নিয়ে আমরা শীঘ্রই আসছি....

"আলোচিত বার্তা"র পক্ষ থেকে..

আমাদের সঙ্গেই থাকুন..!!!

বিনোদন এর আরও খবর: