শার্শায় সূর্যমুখী প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।

মনা বেনাপোল (যশোর ) প্রতিনিধি :
কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্যে যশোরের শার্শায় বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত সূর্যমুখী প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এ সূর্যমুখী প্রদর্শনীর মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: আখতারুজ্জামান।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শার্শার সূবর্ণখালী গ্রামে উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা খামারবাড়ির বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত উপ-পরিচালক সেলিম হোসেন।
শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমল পাল, সুখেন্দু মন্ডল, ৪০ জন কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।