মেঘনায় এখন প্রতিনিয়তি চলছে চুরি এবং ডাকাতি।

Start typing...
রির্পোটার,
মোঃ তারেক বাবুল ঃ
মেঘনা উপজেলায় চলছে এখন প্রতিনিয়তি চুরি এবং ডাকাতি সাধারণ জনগণ প্রতিদিন রাতে আতংকে থাকতে হয়,
কুমিল্লার মেঘনা উপজেলার ৬নং গোবিন্দ পুর ইউনিয়নের বিনোদ পুর গ্রামের আলী আকবরের বাড়ীতে গতকাল মধ্যরাতে ডাকাতি হয়।
ডাকাতির সময় নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় পনের লক্ষ টাকা নিয়ে যায়।এ সময় আলী আকবর ও তার মা আহত হয়। তার মার দুই কান ছিড়ে কানের দুল নিয়ে যায়।
মেঘনা উপজেলার ৭০ থেকে ৮০ ভাগ পুরুষ প্রবাশী হওয়াতে ডাকাতেরা এই সুযোগে তারা তাদের কাজ নিরবয়ে চালিয়ে যাচ্ছে।