মৌলভীবাজারে নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত।

জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত ২৪ জনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) মৌলভীবাজারের সিভিল সার্জন ডা.তৌহীদ আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে ২৪ জন আক্রান্তের বিষয়টি জানানো হয়েছে। তারা সকলেই নতুন শনাক্ত।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, রাজনগর ৩, কুলাউড়ায় ১৩ জন, বড়লেখায় ২ জন এবং কমলগঞ্জে ১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে নারী-পুরুষ উভয়েই রয়েছেন।
এই নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ জনে। আক্রান্তের মধ্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৬৯ জন।