করোনায় লণ্ডভণ্ড এবারের বৈশাখ উৎসব।

মোঃ আলমগীর হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ
করোনা ভাইরাস এর থাবায় এরই মধ্যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক সহ বিভিন্ন অনুষ্ঠান স্থবির হয়ে পড়েছে। একইসাথে বিশ্বের ক্রীড়াঙ্গন ও থমকে আছে করোনাতঙ্কে।বাংলাদেশে ও এর ব্যাতিক্রম হচ্ছে না। এরই মধ্যে দেশের জাতীয় অনুষ্ঠানসহ সবরকম কর্মসূচী বন্ধ ঘোষণা করা হয়েছে। আসছে আগামী ১৪ ই এপ্রিল বাঙালী জাতির প্রানের উৎসব পহেলা বৈশাখ। যা উদযাপনের নূন্যতম কোন সুযোগ থাকছে না কারোর জন্যই বিষয়টি প্রায় নিশ্চিত হয়েই গিয়েছে। করোনায় কোটি মানুষের প্রাণের এই উৎসবটি সবার তরফ হতে করোনা নিজেই পালনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণ নিয়ে ফেলেছে। কেননা দিন দিন ভাইরাসটির ব্যাপকতা বৃদ্ধি পেয়ে সব মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে সকলকে বাধ্য করছে ঘরে থাকতে। মরণশীল এই ভাইরাস থেকে মুক্ত হতে ঘরে থাকার বিকল্প কোন উপায়ও সাধারণ মানুষের নেই। তাই এ বছরের বৈশাখে নেই কোন কেনাকাটার ভীড়,নেই দিনটি উদযাপনের কোন কর্মসূচি, নেই কোন আশা আকাঙ্ক্ষা, থাকবে না এতো বছরের ঐতিহ্যবাহী কোন বৈশাখের মেলা যেখানে বেঁজেউঠত ছোট শিশুদের পোপো বাঁশি। সব যেন করোনা একার দখলে চলে গেছে। তবুও কোন আক্ষেপ নেই কিন্তু কিছু চাপা কষ্ট জাতির মধ্যে থাকবে হয়তো যা আমরা মেনেও নেব।কিন্তু সকলের চাওয়া দেশের জনগণকে মৃত্যু থেকে রক্ষা করা। এই ভাইরাস এ যেন আমার দেশ তথা সারাবিশ্বের কারো প্রাণ না যায়। এবারের বৈশাখ উৎসব উৎযাপনের দায়িত্ব নাহয় করোনাকেই দিই।তাই আসুন আমরা যার যার ঘরে থেকে এবারের বৈশাখ উদযাপনের শপথ নিয়ে দেশ ও জাতিকে মৃত্যুর মিছিল হতে বিরত রাখি।