রাজশাহী সংবাদপত্র হর্কাস সদস্যর মানবেতর জীবনযাপন।

লিয়াকত হোসেন রাজশাহীঃ
রাজশাহী সংবাদপত্র হর্কাস শ্রমিকলীগের যে তালিকা প্রনয়নের কাজ চলছে সেই তালিকারই ১ নং সদস্য হচ্ছে এই মনিরুজ্জামান মাস্টার চাচা,,,তিনি রাজশাহীতে দীর্ঘ ৪৫ বছর ঢাকার জাতীয় পত্রিকা এবং রাজশাহীর স্থানীয় পেপার বিক্রয় করে ৭ জন ছেলে মেয়ে নিয়ে পত্রিকা বিক্রয়ের উপার্জিত টাকা দিয়েই সংসার চালিয়ে আসছেন। বর্তমানে তিনি এমন সংকটময় সময় অতিক্রম করছেন তার সঙ্গে তা পৃষ্টার পর পৃষ্টা লিখেও শেষ করা যাবে না বলে আমাকে বলছেন। তিনি সব সময় আমাকে বাবা বলেই ডাকেন দীর্ঘ ২১ বছর থেকে তার সঙ্গে প্রতিদিই দেখা হয়েছে কথা হয়েছে। তিনি রাজশাহী পবার খোলাবোনা থেকে প্রতিদিন সকালে সাইকেল নিয়ে রেলগেটে আসেন প্রয়োজনমত পত্রিকা সংগ্রহ করে বিতারনের জন্য বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে,,, বিতারন করতে করতে কিনি গোদাগাড়ি পর্যন্ত পত্রিকা দিতেন,,,, বিগত ৭ বছর থেকে গোদাগাড়ি যেতে পারেন না রাজাবাড়ি পর্যন্ত এখনো প্রতিদিন কাজ করেন,, বর্তমানে ৩৫০ গ্রাহকের মধ্য এখন তার ৫০ টি গ্রাহকো পত্রিকা নিতে চান না বিগত ২৬ মার্চ গুজব রটিয়ে ১০ দিন এক টানা বন্ধ থাকার কারনে এবং করোনা ভাইরাসের মরামারি ধারন করায় অনেক গ্রাহক নিজ ইচ্ছায় পত্রিকা বন্ধ করার জন্য আজ তিনি বেকার হতে চলেছেন,,, যেখানে পত্রিকা বিক্রি করে ৭০০ থেকে ৮০০ টাকা উপাজন করতেন এখন মাত্র ১০০ টাকা উপাজন হচ্ছে না,,,,,আবার ১০ দিন পত্রিকা বন্ধ থাকার জন্য ৭ থেকে ১০ হাজার টাকা উপাজন ক্ষতি হয়েগেছে,,,,,সব মিলিয়ে তিনি এখন করোনার থাবায় অসহয়,,,,,।