গোপালগঞ্জ পৌর আ. লীগের সহ-সভাপতির মৃত্যু।

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২০, ০১:০২ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আছানুর রহমানের (৫৮) মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হলো।

সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।


তার মৃত্যুতে শোক জানিয়েছে জেলা আওয়ামী লীগ।

গোপালগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আছানুর রহমান পৌর এলাকার থানা পাড়ায় পরিবার নিয়ে বাস করতেন।

তার গ্রামের বাড়ি সদর উপজেলার বলাকইড় গ্রামে। বাদ আছর স্বাস্থ্যবিধি মেনে নিজ গ্রামের বাড়ি বলাকইড় উত্তরপাড়া জামিয়া আবুবকর সিদ্দিক (রা:) মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের মরদেহ দাফন করা হয়।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: