গোপালগঞ্জে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু বাংলারজমিন।

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২০, ০৬:২৭ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি


গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আছানুর রহমান সিকদার হাসান করোনায় আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বলাকৈইড় গ্রামে। গতকাল বিকাল সোয়া ৫টার দিকে মৃত্যুবরণকারী হাসান সিকদারের তথ্য নিশ্চিত করে পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানিয়েছে, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আছানুর রহমান সিকদার হাসান গত ২রা আগস্ট করোনায় আক্রান্ত হয়ে প্রথমে গোপালগঞ্জ ও পরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হওয়ার ২ দিন পর গতকাল সকাল সাড়ে ৮টায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: