গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতার মৃত্যু।

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২০, ১০:৩৬ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ

১১ই আগস্ট মঙ্গলবার সকালে খুলনার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহত যুবলীগ নেতা রাসেল মোল্লা সদর উপজেলার ঘোষেরচর কলাবাগান এলাকার মিসকাত মোল্যার ছেলে।


গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম 

তিনি জানান, গত সোমবার ২৯ জুলাই রাতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার আপন খালু মাহামুদ কাজী সহ বেশ কয়েকজন সন্ত্রাসী নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা উপর হামলা চালানো হয়।

এবং  কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।

পরবর্তীতে এলাকার লোকজন বিষয় টা টের পেয়ে গেলে। মাহমুদ কাজী সহ সকলে সেখান থেকে  পালিয়ে যায়। 

এলাকাবাসী তাকে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসার অবনতি হলে। সেখান থেকে পরে তাকে খুলনা হেলথ কেয়ার ক্লিনিকে স্থানান্তর করা হয়। এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ই আগস্ট  মঙ্গলবার সকালে তিনি মারা যান।


এ ঘটনায় গত ৩০ জুলাই 

নিহত  রাসেল মোল্লার মা বাদী হয়ে। মাহামুদ কাজীকে প্রধান আসামী করে এবং আরো ৫ থেকে ৬ জনকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: