করোনার ভ্যাকসিন সারা বিশ্বের সাথে বাংলাদেশও পাবে’।

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২০, ১০:৫১ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

স্বাস্থ্য অধিদপ্তরের নব-নিযুক্ত মহা-পরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, "করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিস্কার হলে সারা বিশ্বের সাথে বাংলাদেশও পাবে এবং যারা ফ্রন্ট লাইনে রয়েছে যেমন, চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী তাদের আগে ভ্যাকসিন দেয়া হবে।





ভ্যাকসিন উপাদনকারী প্রতিষ্ঠান গ্যাভীর সাথে প্রধানমন্ত্রীর চুক্তি হয়েছে, কথা হয়েছে। বাংলাদেশ কিভাবে আগে ভ্যাকসিন পেতে পারে, সেই সুবাদে স্বাস্থ্য অধিদপ্তরকে দিক নির্দেশনা দেয়া হয়েছে।"




মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, "বিশ্বে আমাদের দেশ থেকে শক্তিশালী অনেক দেশ রয়েছে। ভ্যাকসিন আবিস্কার হওয়ার সাথে সাথেই কেউ যাতে ভ্যাসিনটা একা না পেয়ে যায় সেদিকে খেয়াল রেখে বিশ্বের সব দেশ যাতে করে একই সাথে ভ্যাকসিনটা পায় এবং একই সময়ে যাতে করে আমরাও পাই সেই লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।"

"দেশে করোনা টেস্টের জন্য পর্যাপ্ত কীট মজুত আছে। কীটের কোন সংকট নেই। সারাদেশে ৮০ টি পিসিআর এ নিয়মিত নমুনা পরীক্ষা হচ্ছে। প্রয়োজন হলে আরও পিসিআর ল্যাব স্থাপন করা হবে। এই মাসের শেষ দিকে গোপালগঞ্জেও একটা পিসিআর উদ্বোধন করার প্রক্রিয়া চলছে।

আশংকা রয়েছে শীতে করোনার প্রকোপ আরো বাড়তে পারে, সেজন্য পরিকল্পনা তৈরী করা হবে। সারা দেশে বিপুল সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী আক্রান্ত হলেও স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়ার কোন আশংকা নেই বলেও তিনি জানান।"

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: