গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত যুবলীগ নেতার দাফন সম্পন্ন।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত যুবলীগ নেতা রাসেল মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার কাঠি বাজারে ঈদগাহ্ মাঠে দ্বিতীয় জানাযা শেষে তার গ্রামের বাড়ি খানারপাড়ে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ৯ টায় গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের উদ্যোগে সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা আওয়ামীলীগের প্রচার-সম্পাদক এম. বদরুল আলম (বদর), জেলা যুবলীগ সভাপতি জি.এম. সাহাবুদ্দিন আজম, সাধারণ-সম্পাদক এম.বি. সাইফ বি, সদর উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি, সাধারণ-সম্পাদক ফিরোজ মাহমুদ ও দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ যানাযায় অংশ নেন।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাতে গোপালগঞ্জ শহর-সংলগ্ন ঘোষেরচর কলাবাগান এলাকায় বাসায় ফিরছিলেন সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা । তিনি ঘোষেরচর মাস্টার পাড়া পৌছালে সন্ত্রাসী হামলার শিকার হন। প্রায় দু’সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকালে তিনি খুলনার একটি ক্লিনিকে মারা যান।
এ ব্যাপারে ৩০ জুলাই রাসেল মোল্লার মা পারভীন বেগম বাদী হয়ে মাহামুদ কাজীকে প্রধান ও অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।