টুঙ্গিপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২০, ০৩:৫৬ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় ‌জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৪ আগস্ট) জুমার পর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লক্সে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং সকাল থেকে টুঙ্গিপাড়া উপজেলার সব মাদ্রাসায় পবিত্র কোরআন খতম দেওয়া হয়।


এ সময় বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ‌টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, ‌গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. এমদাদুল হক বিশ্বাস, ‌পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, ‌সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, ‌যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তানজির আহমেদ, ‌উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ‌সাবেক সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, ‌পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


পরে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: