টুঙ্গিপাড়ায় ৪ দিন ব্যাপী মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন।

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৮ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বেকার যুবকদের চারদিন ব্যাপী মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা যুব উন্নয়ন অফিসার সাজেদুল হকের সঞ্চালনায় সভাপতি ‌উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি দিদারুল ইসলাম, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি বক্তব্য রাখেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: