কাশিয়ানীতে বিশেষ অভিযানে রাতের আধারে অবৈধ চায়না জাল জব্দ।

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০২:৫৮ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের ধীরাইল বিল থেকে মঙ্গলবার রাতের আধারে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ পরিচালিত বিশেষ অভিযানে ৩ পিচ অবৈধ চায়না জাল জব্দ করে রামদিয়া তদন্ত কেন্দ্রে রেখেছেন। যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।


নৌকায় জব্দ কৃত চায়না জাল

নৌকায় জব্দ কৃত চায়না জাল

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়। তিনি বলেন জব্দ কৃত অবৈধ চায়না জাল এই রাতে রামদিয়া তদন্ত কেন্দ্রে রাখা হবে এবং আগামী কাল উপজেলায় নিয়ে পুড়িয়ে ফেলা হবে। তিনি আরো বলেন, এখন থেকে প্রতিদিন বিভিন্ন বিলে এঅভিযান চলতে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাজাহান সিরাজ অপু, রামদিয়া ইউনিয়ন ভ’মি অফিসের তসিলদার মো. আইয়ুব আলী, উপজেলা অফিস সহকারী মো.আবু, আনসার ভিডিপি সদস্য ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: