সোনাইমুড়ী হাজী বিরিয়ানি হাউজে গন্ডারের ১শ’ কেজি পঁচা মাংস জব্দ!

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১২:৩১ অপরাহ্ন   |   গোপালগঞ্জ সদর


মোরশেদ আলম,নোয়াখালী প্রতিনিধি-

 নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী বাজারে অবস্থিত হাজি বিরিয়ানি হাউজে শনিবার রাত ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাফিজুল হক অভিযান চালিয়ে হাজী বিরিয়ানি হাউজ থেকে ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গন্ডারের পঁচা মাংস ফ্রীজ থেকে উদ্ধার করে।

এসময়  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  হাজী বিরিয়ানি হাউজের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়।

ভুক্তভোগীরা জানান,দীর্ঘদিন থেকে সোনাইমুড়ীতে হাজি বিরিয়ানি হাউজে বিরিয়ানি খেয়ে আসছি,সুস্বাদু ও টেস্টের কারনে অনেক জনপ্রিয়তা অর্জন করে এই বিরিয়ানি, কিন্তু আমাদের দৃষ্টির অগোচরে তারা এমন কান্ড ঘটাবে স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা চাই সোনাইমুড়ী বাজারের প্রতিটি রেস্টুরেন্টে অভিযান চালাক প্রশাসন।

গোপালগঞ্জ সদর এর আরও খবর: