গোপালগঞ্জে আরেক পরিমলের উত্থান

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৪৩ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ সদর


মুস্তাফিজ খন্দকারঃ

 শ্রীবাস কুমার মণ্ডল গোপালগঞ্জের ‘শেখ হাসিনা গার্লস স্কুল অ্যান্ড কলেজে’র গণিতের শিক্ষক। একজন শিক্ষক মানে কোমলমতি শিক্ষার্থীদের বাবা,আর সেই বাবা যদি হয় ধর্ষক,তাহলে আমরা অভিভাবকরা কোথায় যাবো মাননীয় জেলা প্রশাসক মহোদয়?

দীর্ঘদিন ধরে স্কুলের মেয়েদের পরীক্ষায় ফেল করা এবং মার্কস কম দেওয়ার ভয় দেখিয়ে,স্কুলের ল্যাবরেটরি রুমে নিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছেন,তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা স্বীকার করেছেন শ্রীবাস নিজ মুখে, মেয়েদের স্কুলে চাকরি করা তার নেশা,লাম্পট্যের কারনে শাস্তিজনিত বদলী নিয়ে শরীয়তপুর ও সন্দীপ হয়ে আবার গোপালগঞ্জের বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে  ফিরে এলো পরিমল খ্যাত শ্রীবাস নামধারী চরিত্রহীন - লম্পট।।আমরা অসহায় অভিভাবকগণ এই চরিত্রহীন লম্পটের অপসারণ সহ উপযুক্ত শাস্তি দাবি করছি।

গোপালগঞ্জ সদর এর আরও খবর: