অসহায়ের পাশে গোপালগঞ্জের ফেরিওয়ালা ফেইসবুক গ্রুপ পরিবার

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০১:৩৩ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ সদর


টিপু সুলতান বিজয়,

দেশ যখন কাঁপছে করোনা আতঙ্কে। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুরি খেটে খাওয়া মানুষ গুলো। তাই এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গোপালগঞ্জে ফেরিওয়ালা নামে ফেইসবুক গ্রুপের একদল তরুণ উদ্যেক্তা।

সোহান শিকদার নামে তরুন উদ্যোক্তা গত ২৮শে মার্চে এই মহান কাজের উদ্যোগ নেয় ফেইসবুক পোস্টের মাধ্যমে।তার এই পোস্টে অনেক মানুষ সাড়া দেয়। তাই  সকলের সম্মিলিত সহয়তায় ৫০০ অসহায় পরিবারকে সাহায্য করে তারা।

তাদের এই মানবিক কাজের সাথে যুক্ত হয় গোপালগঞ্জ ব্লাড ব্যাংক গ্রুপ। তারা অসহায় পরিবার গুলোকে চাল ডাল তৈল  ও হাত ধোয়ার জন্য সাবান প্রদান করে।

গোপালগঞ্জের ফেরিওয়ালা গ্রুপের তরুণ উদ্যেক্তরা বলেছে লেখাপড়ার পাশাপাশি সারাজীবন মানুষের সেবা করবে। করোনার মত দেশের সকল দূর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াবো। 


এই তরুণ উদ্যেক্তারা সমাজের বৃত্তবানদের আহবান জানিয়েছে  অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।করোনার প্রভাবে কর্মহীন পরিবার গুলো এই সাহায্য পেয়ে খুশি হয়েছে স্বস্তি প্রকাশ করেছে।

গোপালগঞ্জ সদর এর আরও খবর: