শার্শায় শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে আটক-১ ।

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ০১:৫৯ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ সদর


মনা বেনাপোল (যশোর) প্রতিনিধি:

 যশোরের শার্শা উপজেলার চানদুরীয়া ঘোপ গ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। সে চানদুরীয়া ঘোপ গ্রামের রমজান আলীর ছেলে।


শার্শা থানার ডিউটি অফিসার এএসআই শরিফুল ইসলাম জানান, সোমবার (১২ এপ্রিল) আলিম ও শিশুদের বাড়ি পাশাপাশি ঘটনার সময় মেয়েটি মা বাড়িতে না থাকায় আব্দুল আলিম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে লোকজন এসে শিশুটি উদ্ধার করে এবং আলিম কে আটক করে পুলিশে সোপর্দ করে।


এ ব্যাপারে একটি মামলা হয়েছে মামলা নং ২০।

গোপালগঞ্জ সদর এর আরও খবর: