রিয়াদে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন এবং মুকুট মনি ও অগ্রগতি পদক প্রাপ্তিতে দোয়া মাহফিল করেন রিয়াদ ফ্রেন্ডস অফ বাংলাদেশ

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৬ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


নিজস্ব প্রতিনিধি, 

গতকাল রিয়াদে হারা একটি হল রুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন এবং অগ্রগতি ও মুকুট মনি পদক প্রাপ্তিতে দোয়া মাহফিল করেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ, রিয়াদ মহানগর যুবলীগ, রিয়াদ স্বেচ্ছাসেবক লীগ, রিয়াদ জাতীয় শ্রমিক লীগ। উক্ত দোয়া মাহফিলে ফ্রেন্ডস অফ বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ড.রিজাউল করিম মিলন, সহ-সভাপতি, আবদুর রহমান চৌধুরী, ঈসা উল্লাহ, কাজি ওয়েজ, শেখ সফি, যুগ্ম  সাধারণ সম্পাদক,  সাংবাদিক আবুল বসির, কাজি নাজিমুল মোবারক, সহিদ মাদবর, সাংগঠনিক সম্পাদক,  মুক্তাদির, সহিদ মু্ন্সী,দপ্তর সম্পাদক,  মান্নান মাদবর।


রিয়াদ মহানগর যুবলীগ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি, শওকাত ওসমান চৌধুরী, সাধারন সম্পাদক, মোঃ আরাকান শরীফ, সহ-সভাপতি ,জুনায়েত মাদবর, গোলাম সামদানী, সাংগঠনিক সম্পাদক, মোসলেউদ্দিন মানিক, শিক্ষা পাঠাগার বিষয়ক সম্পাদক , জসিম উদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সুমন।


রিয়াদ স্বেচ্ছাসেবক লীগ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,  ইফতেখার আহম্মেদ  তামিম। 


রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি,  মোঃ আবুল কালাম মু্ন্সী , সাধারণ সম্পাদক,  ফারুক খান সহ আরো অনেকে দোয়া পরিচালনা করেন হাফেজ জসিম আহম্মেদ।

আন্তর্জাতিক এর আরও খবর: