করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচ'১১ পক্ষ থেকে সাধারন মানুষকে উপহার প্রদান
সাজ্জাদ হোসেন সাখাওয়াত,ছাগলনাইয়াঃ
করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচ'১১ পক্ষ থেকে নিত্যদিনের খাদ্য উপহার হিসাবে বিতরণ করে ঐ ব্যাচের সকল শিক্ষার্থী। সবার অংশগ্রহণে এই মহামারী দুর্যোগ পরিস্থিতি সাধারণ মানুষের জন্য ৩৫ টি পরিবার কে সল্প পরিসরে সামান্য উপহার বন্টন করতে সক্ষম হয় এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসবে বলে জানায় ব্যাচ'১১।তাদের এই উদ্যোগে ভূয়সী প্রশংসা করে সাবেক ও বর্তমানে শিক্ষকবৃন্দ।তারা সকলের নিকট দোয়া কামনা করে।