সৌদি আরব রিয়াদে বাথা সামসিয়া মার্কেটে ইয়াসমিন রেষ্টুরেন্টএর শুভ উদ্বোধন-ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ!

রিয়াদ, সৌদি আরব – প্রবাসী বাংলাদেশি ও বহুজাতিক কমিউনিটির জন্য অত্যন্ত আনন্দের এক মুহূর্তে, রিয়াদের বাথা সামসিয়া মার্কেট এলাকায় “ইয়াসমিন হোটেল”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষঠাতা ও সভাপতি, ফারুক আহমেদ চাঁন, সৌদি আরব পশ্চিমাঞ্চল,জেদ্দা প্রিন্টও ইলেটৃনিক মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি আলাউদ্দিন, এবং রিয়াদের সানসিটি মেডিকেল এর এমডি আবদুল্লাহ্ আল মামুন।
অনুষ্ঠানে ফিতা কেটে হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অতিথিদের জন্য আয়োজন করা হয় বিশেষ আপ্যায়ন। বক্তারা তাঁদের বক্তব্যে নতুন এই হোটেলের সফলতা কামনা করেন এবং সৌদি আরবে প্রবাসীদের জন্য এটি একটি ইতিবাচক উদ্যোগ বলে মন্তব্য করেন।
হোটেলের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন লায়ন বলেন, "আমার স্বপ্ন ছিল একটি এমন প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে প্রবাসী ভাই-বোনেরা সাশ্রয়ী দামে ভালো মানের সেবা পাবেন। ইয়াসমিন হোটেল শুধুই একটি ব্যবসা নয়, এটি প্রবাসীদের সেবা দেওয়ার একটি প্রয়াস। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।”
তিনি আরও জানান, এই হোটেলের মাধ্যমে ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে হোটেল সম্প্রসারণের মাধ্যমে আরও অনেক বাংলাদেশিকে কাজের সুযোগ দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হোটেলটিতে বাংলাদেশি খাবারের পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি ও আরবি খাবারের বিশেষ আয়োজন রাখা হয়েছে, যাতে বিভিন্ন দেশের অতিথিরা তাঁদের নিজস্ব স্বাদ-রুচির খাবার উপভোগ করতে পারেন।
নতুন এই ইয়াসমিন হোটেলটিতে আধুনিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা এবং আতিথেয়তার বিশেষত্ব থাকছে, যা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।