মেঘনা নয় কুমিল্লা নামেই বিভাগের দাবীতে কুমিল্লা প্রবাসী সোসাইটি-রিয়াদের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি,
বৃহত্তর কুমিল্লা প্রবাসী সোসাইটি রিয়াদ সৌদি আরব প্রবাসীদের প্রাণের দাবি। কুমিল্লা নামেই "কুমিল্লা" বিভাগ চাই আন্দোলনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনাব মোঃ জাকির হোসেন।
সভাপতিত্ব করেন কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি জনাব আলহাজ্ব নুরুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন মোঃ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম মাহবুব, কাজি নাজিব উল মোবারক, সহিদুল ইসলাম মাদবর, জাহাঙ্গীর আলম হৃদয়, শেখ জামাল, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম হিরো, মোঃ মাসুম বিল্লাহ,
সকল বক্তাদের একই কথা আর কোনো দাবি নাই কুমিল্লা নামে বিভাগ চাই। সবশেষে উপস্থিত প্রবাসী জনতার গণস্বাক্ষর সংগ্রহ করে রিয়াদ দূতাবাসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।