আলোকিত গোপালগঞ্জ এর উদ্যোগে রমজান মাসব্যাপী ফুড প্যাক বিতরণের দ্বিতীয় পর্ব সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃগত দুই মে শনিবার, সমাজকল্যাণ সংগঠন আলোকিত গোপালগঞ্জ এর উদ্যোগে রমজান মাসব্যাপী ফুড প্যাক বিতরণের দ্বিতীয় পর্ব সম্পন্ন হল।
এইদিন উদ্যমী তরুনদের সমন্বয়ে গঠিত আলোকিত টিমের সরাসরি তত্ত্বাবধানে জেলার মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নে করোনার প্রভাবে অসহায় হয়ে পড়া কিছুসংখ্যক পরিবারের মাঝে রমজানের ফুড প্যাক( চাল, ডাল, তেল) বিতরণ করা হয়। উপহারসামগ্রী হাতে পেয়ে কেউ কেউ আনন্দে কেদে ফেলে। তবে সবাই আলোকিত গোপালগঞ্জ পরিবারের এই উদ্যোগ কে স্বাগত জানায়।
পৃষ্ঠপোষকতায় ছিলেন আলোকিত গোপালগঞ্জ এর সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দীন মিয়া।
তিনি বলেন- " আলোকিত গোপালগঞ্জ আমাদের ভালোবাসার সংগঠন। আর এই সংগঠনের মাধ্যমে অসহায়দের পাশে দাড়াতে পারছি।তাই এই পরিবারের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।"
সবশেষে সংগঠনটির সভাপতি খন্দকার সালাউদ্দিন রানা বলেন-" ভালো কাজের অপর নাম আলোকিত গোপালগঞ্জ। তাই ভালো কাজের এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এসময় তিনি করোনা মোকাবিলায় সামাজিক দুরুত্ব বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।