রিয়াদে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

-
সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে - সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারীর সঞ্চালনায়
অনুষ্ঠানের শুরুতে দেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব।
প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন।
স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ চান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন আলম, সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহীন, ফ্রেন্ডি কোম্পানির সেগমেন্ট ম্যানেজার মোহাম্মদ ইয়াসিন সহ লক্ষ্মীপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন আগামী নির্বাচনে সকল মতভেদ ভুলে গিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে সাধারণ মানুষের কাছে যেতে হবে সুস্থ সুশৃঙ্খলভাবে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
ইফতারের পূর্বে ফিলিস্তিনি মুসলমান,জিয়া পরিবার সহ দেশ ও প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।