সৌদি আরবে কুমিল্লার এক যুবকের রহস্যজনক মৃত্যু

 প্রকাশ: ০৪ মে ২০২০, ০১:০৭ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


জি এম মাকছুদুর রহমান: কুমিল্লা।

সৌদি আরবে সুরুজ মিয়া (২৫) নামে কুমিল্লার এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে, গতকাল ৩'রা মে রবিবার সৌদি পুলিশ কর্তৃক দুই দিন নিখোঁজ থাকা এই বাংলাদেশী যুবকের মৃতদেহ খেজুর বাগান থেকে  ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়, ধারণা করা হয় তাকে হত্যা করে খেজুর বাগানে ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। সৌদি আরবে কর্মরত তার সহকর্মীদের ভাষ্য অনুযায়ী এক পাকিস্তানি নাগরিকের সাথে তার বহু আগে থেকেই ঝগড়া ছিলো এবং হত্যার ঘটনার পর থেকে উক্ত  পাকিস্তানী নাগরিক পলাতক রয়েছে। নিহত যুবক হোমনা উপজেলার দড়িচর গ্রামের মোহাম্মদ শাহ্জালালের পুত্র বলে জানা গেছে।

আন্তর্জাতিক এর আরও খবর: