রিয়াদে ভাঙ্গা পা নিয়ে মানবেতর জীবন যাপন করছেন কুমিল্লার তাজুল ইসলাম।

 প্রকাশ: ১৯ মে ২০২০, ১২:৫৭ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক


মোঃ রুস্তম খাঁন, সৌদি আরব প্রতিনিধিঃ-

সৌদি আরব রিয়াদ সিটির বাথার ইশারা ডাইক্টর এবিসি কার্গো নামক এরিয়ায় ভাঙ্গা পা নিয়ে মানবেতর জীবন যাপন করছেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়ালমারি গ্রামের লামছরির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে তাজুল ইসলাম। 


তাজুল ইসলাম জানান,গত দুই মাস পূর্বে বাসা থেকে নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে একটি গাড়ী তাকে মেরে দিয়ে চলে যায়। হাসপাতালে নেওয়ার পর পা ভেঙ্গে যায় বলে জানায়। টাকার অভাবে চিকিৎসা না করে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসি।


বর্তমানে পায়ের অবস্থা খুবই খারাপ।জরুরি উন্নত চিকিৎসার প্রয়োজন।নচেৎ আমি পঙ্গু হয়ে যাবো।সাথে সাথে আমার জীবন সংকটে রয়েছে।

কোন কাজকর্ম নেই। ইকামা না থাকার কারণে কোথাও যাওয়া আসা করা যাচ্ছে না।আর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লক ডাউনের কারণে এক মানবেতর জীবনযাপন করছি।আশপাশের লোকজনের কাছ থেকে সাহায্য নিয়ে কোন রকমে জীবন টা বাঁচিয়ে রেখেছি।আর পারছিনা। কারো কামকাজ নেই। তারাই চলতে হিমসিম খাচ্ছে। আমাকে খাওয়াবে কোথায় থেকে।চিকিৎসা তো দূরের কথা।


তিনি আরো জানান, আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী পেজের এডমিন সাংবাদিক আব্দুল হালিম নিহন ভাই গত কাল আমাকে রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার এ নিয়ে যান।পায়ের এক্স-রে করানোর পর ডাক্তার বলেছেন অপারেশন বাধ্যতামূলক। যার জন্য খরচ আসবে প্রায় ২২ থেকে ২৫ হাজার রিয়াল।


আমি অন্যের সাহায্যে বেঁচে আছি। এতো টাকা পাবো কোথায়। আমার এই চিকিৎসার জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাস সহ প্রবাসী বাংলাদেশী বিত্তবানদের সু-দৃষ্টি কামনা করছি। আমার সাথে যোগাযোগ করার নাম্বার-057 893 5624.

আন্তর্জাতিক এর আরও খবর: