লিবিয়ায় বাংলাদেশী অপহরণ চক্রের ২ সদস্য আটক,
সলঙ্গা ( সিরাজগন্জ) থানা প্রতিনিধি :
লিবিয়ায় বাংলাদেশী অপহরণ চক্রের ২ সদস্যকে বরগুনা থেকে আটক করেছে র্যাব ১২।
বুধবার দুপুরে র্যাব ১২ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, র্যাব -১২ এর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেলঃ মোহাম্মদ খায়রুল ইসলাম। এ সময় তিনি জানান, সম্প্রতি বাগেরহাটের লিবিয়া প্রবাসী মুরশিদ গাজী ও বগুড়ার লিবিয়া প্রবাসী সাইফুল এই দুই জন লিবিয়ায় অপহৃত হয়। অপহরণ কারীরা লিবিয়া থেকে ফেক ফেসবুক আইডি থেকে অপহৃত মুরশীদ গাজীর বড় ভাই বেলাল গাজীকে অপহরকারীদের নির্যাতনের একটি ভিডিও ফুটেজ পাঠায় এবং তাদের নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণ না দেয়া হলে তাদের হত্যার হুমকী দেয়া হয়। এ সময় তাদের বিকাশ এবং নগদের নম্বর দেয়া হয়। অপহৃতদের মধ্যে মুরশীদের পরিবার সেই নম্বরে ১ লাখ ৪০ হাজার টাকা এবং সাইফুলের পরিবার ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করে। সম্প্রতি র্যাবের হাতে গণ নির্যাতনের ভিডিও ফুটেজটি আসলে র্যাব ভিডিও ফুটেজ এবং মোবাইল নম্বরগুলোর সুত্র ধরে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে বরগুনার পাথর ঘাটা থেকে অপহরন কারী চক্রের সক্রীয় সদস্য লিবিয়া প্রবাসী সোহেলের ছোট ভাই সজল এবং ইদ্রিস আলীকে আটক করে। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত ১১ টি মোবাইল ফোন, ২৯টি সীমকার্ড, হিসেবের খাতাসহ নগদ টাকা উদ্ধার করে। তবে অপহৃতরা লিবিয়ায় সুস্থ্য রয়েছে বলে জানান র্যাব। সেই সাথে লিবিয়ায় বাংলাদেশীদের হত্যা চক্রের সাথে এই চক্র জড়িত আছে কিনা সেটা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।