করোনা আতংকে সৌদি আরবে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রিপোর্টারঃআউয়াল ফকির,
করোনা আতংকে গোটা বিশ্ব যখন কেপে উঠেছে, এর থেকে বাদ যায়নি সৌদি আরব ও।
এবার করোনা আতংকে সৌদি আরবের স্কুল কলেজ সহ বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো দেশটি, সম্পতি এর আগে করোনা ভাইরাস আতংকে মুসলমানদের সব চেয়ে বড় প্রবিত্র স্হান মক্কা শরীফে ওমরা হজ্বের উপর ও নিষেধাজ্ঞা দিয়েছিলেন ।
এছাড়া ও করোনা ভাইরাস আতংকে সবাই কে সকল প্রকার গন জমায়েত থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে দেশটি।