সৌদি প্রবাসীদের ফোনে দূতাবাসের পরার্মশ নেয়ার আহ্বান।

 প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০৩:০৭ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক


করোনা ভাইরাস প্রতিরোধে ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সেবা প্রত্যাশীদের আগমন নিরুৎসাহিত করতে কর্তৃপক্ষের নির্দেশে অনিবার্য কারণ ব্যতীত শ্রম কল্যাণ শাখার বিভিন্ন সেবার বিষয়ে দূতাবাসে না এসে ফোন করে পরামর্শ নেয়ার অনুরোধ করেছে সৌদ আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে যে সব সমস্যা সমাধানের জন্য যে সকল টেলিফোন নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে সেগুলো: প্রবাসীদের মৃতদেহ দেশে পাঠানো কিংবা সৌদি আরবে দাফন সংক্রান্ত টেলিফোনঃ ০১১৪১৯৫৩০০ এক্সটেনশন, ৪১১ মোবাইল ০৫৭০২১২১৮০, গৃহকর্মী সংক্রান্ত বিষয় যোগাযোগের জন্য টেলিফোনঃ ০১১৪১৯৫৩০০, এক্সটেনশন ৪১৩, মোবাইল, ০৫৩২৫৭২৪১০, ০৫৫৭৭৮৫৪৮৭।

মাকতাব আমল ও শ্রম আদালত সংক্রান্ত টেলিফোনঃ ০১১৪১৯৫৩০০, এক্সটেনশন ৪০৮, মোবাইল ০৫৫৬৪৭৬৫২২, অসুস্থ প্রবাসীদের দেশে পাঠানো সংক্রান্ত টেলিফোনঃ ০১১৪১৯৫৩০০ এক্সটেনশন ৪০৯, মোবাইল ০৫৫৩১১৬৭০৪, ওয়েজ আর্নার্স ওয়েল ফেয়ার বোর্ডের সদস্যভুক্ত সহওয়া সংক্রান্ত টেলিফোন: ০১১৪১৯৫৩০০ এক্সটেনশন ৪১০,মোবাইল ০৫৩৪৩২০৭৩৬, শ্রম সমস্যা সংক্রান্ত টেলিফোনঃ ০১১৪১৯৫৩০০ এক্সটেনশন ৪০৭, মোবাইল ০৫৩১০৭৬২৪৩, সফর জেল সংক্রান্ত টেলিফোন ০১১৪১৯৫৩০০এক্সটেনশন ৪০৯ মোবাইল ০৫৬৭৮৭১৯৪৪, আল হায়েল জেল সংক্রান্ত টেলিফোনঃ ০১১৪১৯৫৩০০ এক্সটেনশন ৪০৬, মোবাইল ০৫০২৪৫২৬৯২।

বিজ্ঞাপন

দাম্মাম, জুবাইল ও আল হাসায় দূতাবাস প্রতিনিধি মোবাইল নম্বর: ০৫৬৮৩০১৪১৪, আল খোবার ও হাফার আল বাতেনে দূতাবাস প্রতিনিধির মোবাইল নম্বর হল: ০৫৩৭১২৭১৫৫।

যে কোন তথ্যের জন্য দূতাবাসের টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, শ্রম শাখা টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৬, (পাসপোর্ট বিষয়ক)।

আন্তর্জাতিক এর আরও খবর: