গোপালগঞ্জের কাশিয়ানীতে এক যুবক খুন।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাগজাপা গ্রামের রাজিব( ১৫ )নামে এক যুবক কে তার সৎ ভাই আনসার খুন করে বাড়ির পাশে বাগানের গাছের সাথে ঝুলিয়ে রেখে আত্বঅত্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।এলাকা ও পারিবারিক সুত্রে যানা যায়,মুকসুদপুর উপজেলার বহুগ্রম ইউনিয়নের হরিনা হাটি গ্রামের মৃত্যু নজির মিয়ার মেয়ে আম্বিয়া বেগমের সাথে দীর্ঘ ৩২ বছর আগে কাশিয়ানী উপজেলার বাগজাপা গ্রামের ধলু মুন্সির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বেশ কয় বছর সুখের-ও আনন্দের সাথে ঘর সংসার করে আসছিলো। ধলু মুন্সির আগের বৌয়ের ঘরে দুইটি পুত্র সন্তান ও দুইটি কন্যা সন্তা রয়েছে ঐ সন্তানেরা বিবাহর কয়েক বছর পর থেকেই আম্বিয়া বেগম কে নানা ভাবে শারিরীক ও মানসিক ভাবে চরম ভাবে অত্যাচার করে, অবশেষে নির্যাতন সইতে না পেরে চার ছেলে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন,প্রায় বিশ বছর যাবৎ বাবার বাড়িতে বসবাস করে আসছেন। ঘটনার দিন গতকাল রাত্রে অনুমান ২ টার সময় আম্বিয়া বেগমের সেজো ছেলে নিহত( রাজিব)ঐ বাড়িতে অবস্থান করছিলেন এক পর্যায়ে রাজিবের সৎ ভাই আনসার রাজিব কে ঘর থেকে ঢেকে নিয়ে যায় এবং খুন করে বাড়ির পাশে বাগানের গাছের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার করেছে বলে কাশিয়ানী থানায় পুলিশ কে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাশিয়ানী থানায় কর্মরত পুলিশের সাথে আমার মোবাইল ফোনে কথা হলে ওনি আমাকে জানান যে,লাশ সুরতহাল করা হয়েছে এখন ময়না তদন্তের জন্য গোপালগঞ্জে পাঠানো হবে রিপোর্ট হাতে পেলেই আমরা নিয়মিত মামলা নিবো।কাশিয়ানী -- মুকসুদপুর উপজেলার দয়িত্বপ্রাপ্ত সহ- কারী সিনিয়র এস,পি সার্কেল আনোয়ার হোসেন ভূইয়ার সাথে মোবাইল ফোনে কথা হলে ওনি আমাকে জানান যে, অপরাধী যেই হোক দোষী প্রমানিত হলে ব্যবস্হা নেবো।নিহত রাজিবের মায়ের সাথে তার বাবার বাড়িতে সরাসরি কথা হলে ওনি কান্না জড়িত কন্ঠে আমকে জানান যে, আমার সৎ ছেলে আনসারই আমার ছেলেকে হত্যা করেছে, কারন জানতে চাইলে ওনি জানান যে আমার স্বামী এখন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে দিনাতিপাত করছে তিনি আরো জানান যে,আমার স্বামীর প্রচুর অর্থ বিত্তশালী যে কারনে আমাকে ওরা নির্যাতন নিপিড়ন করে বাবার বাড়িতে চলে আসতে বাধ্য করেছে। এব্যাপারে আনসারের সাথে মোবাইলে কথা হলে ওনি আমাকে জানান যে, আমি আমার সৎ ভাইকে খুন করি নাই। আম্বিয়া বেগম জানান যে আমার সৎ ছেলেমেয়েদের সাথে জমিজমা ও টাকা পয়সা নিয়ে দীর্ঘদিন যাবত ঝামেলা চলে আসছে যে,কারনে আমার সৎ ছেলেরা আমার ছেলেকে মেরে এখন আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আম্বিয়া বেগম বলেন আমি আমার ছেলে হত্যার বিচার চাই। তাই বিষয়টি উর্দতন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন নিহত রাজিবের মা,
সূত্র -শহিদুল ইসলাম ফেজবুক পোস্ট।