আগামীকাল থেকে সৌদিতে কার্ফিউ উঠিয়ে নেওয়া হলেও চালু হচ্ছে না আন্তর্জাতিক ফ্লাইট
সৌদিতে কার্ফিউ উঠিয়ে নেওয়া হলেও চালু হচ্ছে না আন্তর্জাতিক ফ্লাইট ! আগামীকাল ২১ জুন পূর্বপরিকল্পনা মোতাবেক সৌদি আরব যে তিন ধাপে করোনাভাইরাস কার্ফিউ থেকে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিকের দিকে নিয়ে আসার পরিকল্পনা করেছে তার সর্বশেষ ধাপ শুরু হতে যাচ্ছে। এই ধাপে আর সব কিছু একদম চালু করার সাথে সাথে আন্তর্জাতিক ফ্লাইট ও চালু করার কথা ছিল।
সৌদিতে কার্ফিউ উঠিয়ে নেওয়া হলেও চালু হচ্ছে না আন্তর্জাতিক ফ্লাইট !
আজ (২০ জুন) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামীকাল কার্ফিউ পুরোপুরি উঠে গেলেও এখনই চালু হচ্ছে না আন্তর্জাতিক ফ্লাইট। এ ব্যাপারে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। সেই নির্দেশ মোতাবেক আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।
আরোপড়ুন
১১১৩ রেমিটেন্স যোদ্ধা মারা গেছে করোনায় বিশ্বজুড়ে !
সৌদিতে করোনায় এখন পর্যন্ত ৩৭৫ বাংলাদেশীর মৃত্যু
সৌদি আরবে করোনায় প্রবাসী বাংলাদেশী ডাক্তার নিহত !
এই মুহূর্তে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট বলতে কিছু বিশেষ ফ্লাইট চলবে যাতে করে বিভিন্ন দেশে আটকা পড়া সৌদি নাগরিকগণ ফিরে আসতে পারবেন।
এবং সৌদি আরব থেকে অন্য কোন দেশে ঐ দেশের অধিবাসীগণ যারা সৌদি আরবে আটকা পড়েছিলেন অথবা প্রবাসী, দেশে ফিরে যেতে চান তারাই ঐ বিশেষ ফ্লাইটগুলিতে করে দেশে ফিরতে পারবেন।
ঐ বিশেষ ফ্লাইটগুলিতে কেবলমাত্র “আওদা” (প্রত্যাবর্তন) প্ল্যাটফর্মে প্রদত্ত পরিষেবাগুলি যারা গ্রহণ করছে শুধুমাত্র তারাই এর মাধ্যমে সৌদি আরবে ফিরতে আসতে পারবেন।
তবে অভ্যন্তরীণ ফ্লাইট যথারীতি আগের মতই বহাল থাকবে।
উল্লেখ্য যে গত ১৫ জুন থেকে সৌদিয়া জেদ্দা থেকে হাইলের অভ্যন্তরীণ ফ্লাইট চালু করেছে।
সৌদি আরবের বর্তমান অভ্যন্তরীণ ফ্লাইটগুলি পরিচালিত হচ্ছে তাইফ, বিশা, ইয়ানবু, হাফর আল বাতিন এবং শারুরাহ এয়ারপোর্ট থেকে।
উল্লেখ্য সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(জিএসিএ) ৫টি এয়ারপোর্টের নাম গত ১৫ জুন ঘোষণা করেছিল।