আবার পাঠাও আবাবিল- সালেহা ইসলাম

 প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ১১:৪৮ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


আর ও একবার নয় শুধু 
বার বার  পাঠিয়ে দাও প্রভু 
তোমার সেই বিশ্বস্ত আবাবিল,
পৃথিবীর জটিল রণাঙ্গন রয়েছে যতো,
বিশ্বের সব অত্যাচারীর মস্তকাবরণ ভেদে 
বিষ কংকরে নিমেষে নির্মূল করো কালোহাতের
 নিদারুণ নখের দগদগে নীল ক্ষত।

আরও একবার জঞ্জাল মুক্ত করো
 তোমার আপন হাতে গড়া সুন্দর অবনী,
আর একবার প্রাণ পেয়ে হাসুক 
সেজদাবনত ললাট গুলো 
তোমার ঘাটে ভাসিয়ে তরণী। 

মানব হৃদয়ে প্রবাহিত করো মানুষের জন্য 
ভালোবাসার বাসন্তী সমীরণ,
ফুলে ফুলে সুবাসী মুকুলে ভরে উঠুক 
সম্প্রীতিময় শান্তির নিঃশ্বাস 
পরিমল অটুট বিশ্বাস কিরণ।

আরও একবার খেলা করুক
 ধরিত্রীর নির্মল বায়ুমণ্ডলে 
ন্যায় নীতির বলিষ্ঠ শাসন,
ঘুছে দাও মুছে দাও তুমি 
মানুষের  মাঝে হিংসা, বিভেদ, 
সঙ্ঘাত , মানবতবহীন আচরণ।

আর একবার হস্তক্ষেপ করো 
তোমার অসীম ক্ষমতায়,
তোমারই সৃজিত সেরা জীব মানুষেরা 
কাটাচ্ছে এখন বড় দুঃসহ জীবন। 
বার বার তোমায় আমরা করছি স্মরণ।
তোমার সাহায্য আমাদের বড়ো বেশি প্রয়োজন।

আন্তর্জাতিক এর আরও খবর: