রিয়াদ মহানগর যুবলীগ এর উদ্দ্যেগে পালিত হলো মুজিব শতবর্ষ বার্ষিকী।
সৌদি আরবে করোনা ভাইরাস ক্রান্তিকালেও সল্পপরিসরে জাতির পিতার জন্মশতবর্ষ বার্ষিকী উদযাপন করেছে রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ, উক্ত অনুস্টানে সভাপতিত্ব করেন সংগঠন এর সভাপতি, শওকাত ওসমান চৌধরী, সঞ্চালনা করেন, রিয়াদ মহানগর যুবলীগ এর সাধারন সম্পাদক মোঃ আরকান শারীফ।
প্রধান অতিথি ছিলেন, ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর সহ-সভাপতি, ইসাউল্লাহ,
বিশেষ অতিথি ছিলেন, ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক, শহিদ মুন্সী, দপ্তর সম্পাদক, মান্নান মাদবর, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ এর সহ-সভাপতি, ওবাইদুল হক, যুগ্ম সাধারন সম্পাদক, জুনায়েত মাতবর, সদস্যা, মোঃ গোলাম ছামদানী, চুন্নু মুন্সী সহ অনেকে। বক্তারা বলেন বাংগালী জাতির পিতার শততম জন্মবার্ষিকী করতে পেরে আমরা আনন্দিত। আগামী ১০০ বছর পর আমরা কেউ আর বেচে থাকবোনা। আমরা জাতির পিতার শততম জন্মবার্ষিকী করতে পেরে আমরা ধন্য। সব শেষে বঙ্গবন্ধুর জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জুনায়েত মাদবর।