সৌদি রিয়াদের বদীয়ায় প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের আহ্বায়কে ফুলেল শুভেচ্ছা।

 প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০৪:৪০ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


নিজস্ব প্রতিনিধি,সৌদি আরবঃ-

সৌদি রিয়াদের বদীয়ায় প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের আহ্বায় সাংবাদিক মোঃ রুস্তম খাঁন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগুঞ্জ ইউনিয়নের রারুর গ্রামের সৌদি প্রবাসী ব্যবসায়ী সুলতান হাছান। 


প্রবাসী সাংবাদিক মোঃ রুস্তম খাঁন নিজস্ব কাজে ঐ এলাকায় সফর কালে সুলতান হাছানের ফুলের দোকান ভিজিট করতে যান। হঠাৎ তাকে দোকানে পেয়ে সুলতান হাছান খুশিতে আত্মাহারা। তিনি জানান,ভাই আপনার প্রবাসের বুকে সামাজিক কাজ আমাদের কে উৎসাহিত করে। প্রবাসের হাড়ভাঙ্গা খাটুনির পরেও ব্যক্তিগত ও বিভিন্ন প্রবাসী সংগঠনের সাথে সংশ্লিষ্ট থেকে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। তা অনেক ভালো লাগে। আপনি আমাদের গর্ব।


বাংলাদেশ থেকে প্রায় ছয় হাজার মাইল দূরে মরুর বুকে আমাদের দেবিদ্বার উপজেলার কয়েক হাজার প্রবাসীদের সাথে নিয়ে "প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন- সৌদি আরব " গড়ে তুলেছেন। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই।আমরা আছি আপনার সাথে।আপনি এগিয়ে যান। 


আর বিশেষ করে আপনাকে আরো ধন্যবাদ জানাই এই জন্য যে, বিশ্বময় করোনা ভাইরাস প্রাদূর্ভাবের এই কঠিন পরিস্থিতিতে বিভিন্ন তথ্য সেবা দিয়ে সবাইকে সচেতন করে যাচ্ছেন। আল্লাহ আপনাকে উত্তম খায়ের দান করুক এবং হেফাজতে রাখুক। 


সুলতান হাছান তীলে তীলে সৌদি আরবের রিয়াদ সিটির বদীয়ায় গড়ে তুলেছেন ফুলের তিনটি বড় বড় দোকান। বিশ্বময় অর্থনৈতিক খারাপ অবস্থার প্রভাব সৌদি আরবে ও পরে।যার ফলশ্রুতিতে ব্যবসা বাণিজ্যের খুব খারাপ অবস্থা। তার ব্যবসা প্রতিষ্ঠানে দশ-পঁনের জন কর্মচারী এক সময় কাজ করলেও এখন দু'তিনজন দিয়ে কোন রকমে চালিয়ে যাচ্ছেন।

পরিশেষে নিজ হাতে ফুলের তোরা বানিয়ে সাংবাদিক মোঃ রুস্তম খাঁনের হাতে তুলে দেন।

আন্তর্জাতিক এর আরও খবর: