রিয়াদে বীর মুুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিনর সন্তান মোঃ মোহাম্মদ সাজিদ মেধার ভিত্তিতে মেডিকেলে ভর্তির সুযোগ।

 প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০৭:৩৭ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


মোঃ রুস্তম খাঁন, সৌদি আরব প্রতিনিধিঃ-


সৌদি আরবে বীর মুুক্তিযোদ্ধার সন্তান গোলাম মাহমুদ সাজিদ রিয়াদের সুনামধন্য চিকিৎসা বিদ্যাপীঠ আল ফয়সাল মেডিকেল কলেজ এ ২০২০ব্যাচে একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী হিসাবে এম,বি,বি,এস কোর্সে মেধা তালিকায় শিক্ষার সুযোগ লাভ করেছেন। 

সে সৌদি আরব রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ইংলিশ মিডিয়ামের ছাত্র এবং বরিশাল সদর কনকাঠির বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দীন হাওলাদার ও নারগিস পারবিন লিপির জৈষ্ঠ্য সন্তান।


বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন জানান, বহুত্যাগের বিনীময়ে লাল সবুজের বাংলাদেশ অর্জন করেছি।আমরা দেশ গড়তে অবদান রেখে যাচ্ছি। আমার সন্তান গোলাম মাহমুদ সাজিদ চিকিৎসা পেশায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে দেশ ও মানবতার সেবায় এগিযে আসবে এবং আমাদের দেশের পবিত্রতা রক্ষার্থে কাজ কর যাবে এটাই আমার বিশ্বাস। 


তিনি আরো জানান, আমার সন্তান প্রবাসেই জন্মগ্রহন করে।রিয়াদের স্বনামধন্য বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজ ইংলিশ মিডিয়াম থেকে এ লেভেল মেধার স্বাক্ষরতার সাথে সম্পূর্ণ করে। উক্ত বিদ্যালয়ের পরিচালনা পরিষদ,প্রিন্সিপাল সহ সকল শিক্ষক- শিক্ষিকার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

তারাও আমার সন্তানের সাফল্যের গর্বিত অংশিদার।


বীর মুক্তিযোদ্ধার মেধাবী সন্তান গোলাম মাহমুদ সাজিদ তার আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব সহ দেশ-বিদেশের সকল শুভানুধায়িদের কাছে দোয়া প্রার্থী।

আন্তর্জাতিক এর আরও খবর: