রিয়াদে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের কর্মহীন ও অসুস্থ্য ১০০ সদস্যের মাঝে ত্রাণ বিতরণ।

 প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০১:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক


মোঃ রুস্তম খাঁন,সৌদি আরব প্রতিনিধিঃ-


রিয়াদে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের কর্মহীন ও অসুস্থ্য ১০০ সদস্যের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 


১৩ই জুলাই মঙ্গলবার রাত ১১ ঘটিকার সময় রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারের স্টোর রুমে এই কার্যক্রম শুভ উদ্ভোধন করা হয়।

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন- সৌদি আরবের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম সার্বিক ভাবে সহযোগিতা করেন, রিয়াদের প্রবাসী বান্ধব সেবা মূলক প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টার।

প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের আহ্বায়ক সাংবাদিক মোঃ রুস্তম খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল সেন্টারের ভাইস-চেয়ারম্যান ফজলে রাব্বি, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ডাইরেক্টর মাওলানা ছফিউল্লা, তানভির হাসান, প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের নেতা আরিফুল ইসলাম, সেলিম সরকার,মিজানুর রহমান, সুলতান হাছান, বেলাল উদ্দিন, আবুল কালাম,ঢাকা মেডিকেল সেন্টারের সাইফুল ইসলাম সহ আরো অনেকে। 

দেবিদ্বার উপজেলার সৌদি আরব প্রবাসীদের অর্থনৈতিক খারাপ অবস্থার কথা চিন্তা করে প্রাথমিক ভাবে রিয়াদ সিটির বিভিন্ন এলাকায় বসবাসরতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে এই কার্যক্রম হাতে নেওয়া হয়। পর্যায়ক্রমে অবস্থার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের ভিন্ন সিটিতে এই কার্যক্রম চালু করা হবে।


প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন- সৌদি আরবের আহ্বায়ক সাংবাদিক মোঃ রুস্তম খাঁনের পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন, প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন সদস্য -১- সেলিম সরকার -গাদীম সানাইয়া। ২-মিজানুর রহমান - সমেসী পূর্ব ।৩- আরিফুল ইসলাম - দীরা ও খাজ্জান। ৪- নাছির উদ্দিন আখন্দ - হারা জমজম ইশারা।৫-সুলতান হাছান - বদীয়া। ৬- বেলাল হোসেন - গুরাবী।৭- মাওলানা জসিম উদ্দীন - হারা পূর্ব । ৮- সাইফুল ইসলাম - হারা পশ্চিম। ৯- আবুবকর সিদ্দিক - হারা দক্ষিণ। ১০- আবুল কালাম- সমেসী মধ্য।১১- সাজ্জাদ হোসেন - সমেসী হারেজ মার্কেট।১২- আবু তাহের - উত্তর হারা।১৩- আব্দুস সালাম - শিফা ইকাব ফেক্টোরী। ১৪- নাজমুল হাছান - বাথা।১৫- জহিরুল ইসলাম - শিফা আল মহাদেব। ১৬- জাহিদ হাসান- শিফা আত তাওহিদ।১৭- মোশাররফ হোসেন - অলাইয়া। ১৮- আব্দুল হান্নান খাঁন - আতিকা।১৯- শরীফ হোসেন - সালাম পার্ক। ২০- সৈয়দ ইয়াছিন - তাকাসুসী।২১- রফিকুল ইসলাম - হারা, ২২-জসিম উদ্দীন- শিফা পূর্ব।২৩-মনিরুল ইসলাম - শিফা সানাইয়া,২৪-আব্দুল আলিম- বদীয়া তাহাত,২৫- ফয়সাল আহমেদ -মানফুয়া হারেজ সহ প্রমূখ।

আন্তর্জাতিক এর আরও খবর: