রিয়াদে আব্দুল হান্নানকে চিকিৎসার জন্য কুমিল্লা প্রবাসী সোসাইটির নগদ অনুদান প্রদান।
মোঃ রুস্তম খাঁন, সৌদি আরব প্রতিনিধিঃ-
সৌদি আরব রিয়াদে আব্দুল হান্নান কে চিকিৎসার জন্য কুমিল্লা প্রবাসী সোসাইটির পক্ষ থেকে নগদ অনুদান প্রদান করা হয়েছে।
সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ রাজাপাড়ার আব্দুল মান্নানের ছেলে।সৌদিতে রিয়াদ সিটির হারা বাংলাদেশী অধ্যশিত আল রাজি ইশারা এরিয়ায় বসবাস করে।
আব্দুল হান্নান জানান, প্রায় ছয় মাস যাবৎ পাইলসের সমস্যার কারণে কোন কাজ করতে পারছেনা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিমান চলাচল বন্ধ তাই দেশে গিয়ে চিকিৎসা করারও কোন উপায় নেই। এমতো অবস্থায় বিনা চিকিৎসায় ও বেকারত্বে আমার জীবন হাঁপিয়ে উঠেছে।মানুষের কাছ হতে হাওলাত ও মানবিক সহযোগিতা নিয়ে এতো দিন চালিয়ে এসেছি।
সৌদি আরবের কুমিল্লা প্রবাসী সোসাইটি আব্দুল হান্নানের মানবিক আবেদন বিবেচনা করে, সোসাইটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম নূরু'র দিক নির্দেশনায়, কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ডের প্রধান নূরে আলমের নেতৃত্বে নগদ অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন- কুমিল্লা প্রবাসী সোসাইটির উপদেষ্টা ও সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশির, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পু, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ রুস্তম খাঁন, আলমগীর আলী,মুহাম্মদ মাসুদ,মুহাম্মদ আলী সহ আরো অনেকে।
কুমিল্লা প্রবাসী সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পু জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রিয়াদে বেশীর ভাগ প্রবাসী কর্মহীন। শুধু রিয়াদে কুমিল্লা জেলার প্রবাসী রয়েছে প্রায় একলাখ। প্রতি নিয়ত কেউ না কেউ খুবখারাব ভাবে অসুস্থ হচ্ছে। আমরা কুমিল্লা প্রবাসী সোসাইটি মানবিক আবেদন কারীদের ডাকে সাড়া দিয়ে অংশ গ্রহণ করতে চেষ্টা করছি মাত্র। আসলে তাদের অনেক বেশী সহযোগিতার প্রয়োজন।
তিনি আরো বলেন, আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে অসুস্থ প্রবাসীদের মানবিক আবেদনে রিয়াদের বিত্তবানসহ দূতাবাসের এগিয়ে আসা সময়ের দাবী।