প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন
|
আন্তর্জাতিক
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইউরোপের দেশ ইতালি আগের মৃত্যুর রেকর্ড ভেঙেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৬৯ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৮৪ জনে।
গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে ২২ মার্চ ইতালিতেই একদিনে সর্বোচ্চ ৭৯৩ জন প্রাণ হারানোর খবর পাওয়া যায়।
ইতালিতে এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬ হাজার ৪৯৮। সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৩২ এবং গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩২ জন। একদিনে আক্রান্ত রোগী ৫ হাজার ৯০৯ জন। এ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৬ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাপী সর্বশেষ হিসাব বলছে, করোনায় প্রাণহানির সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে আর আক্রান্ত সাড়ে ৫ লাখের বেশি।
এদিকে বাংলাদেশে সবশেষ চারজনকে নিয়ে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এর মধ্যে পাঁচজন মারা গেছেন। এ ছাড়া ১১ জন সুস্থ হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন।