লকডাউনেই সুখবর! বাবা হচ্ছেন কোহলি।
স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ
২০২১ সালের জানুয়ারিতে আনুশকা-কোহলির কোলজুড়ে আসছে নতুন অতিথি।
তাদের পরিবারে তারা দুইজন থেকে তিন জনে পরিণত হচ্ছে বলে,
কিছুক্ষণ আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেটপ্রেমীদের এমনটাই জানিয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
আলোচিতো বার্তার পহ্মো হইতে তাদের শুভেচ্ছা ও শুভকামনা রইল।