সাইপ্রাসে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

 প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক


 

শামীম আহমেদ, সাইপ্রাস। 


সাইপ্রাসে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার সন্ধায় সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রী কোস্তান্দীনো আইয়ান্নো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ ১ জন মারা যাওয়া সহ নতুন করে ৩৫ জনের করোনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২১৪ জন, নিহতের সংখ্যা ৬ জন,সেবা নিয়ে সুস্থ হয়েছে ১৮ জন।

করোনার বিস্তার প্রতিরোধে ১৭ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সকল প্রকার ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন দেশটির সরকার প্রধান নিকোস আনাস্তাসিয়াদিস। সেইসাথে গত ২৪ মার্চ থেকে পুরো সাইপ্রাস  তিন সপ্তাহের জন্য লকডাউন করে দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজন ব্যতিরেকে বাইরে বেরোনো সম্পূর্ণ নিষেধ। এই আইন অমান্যকারীকে ১৫০ ইউরো জরিমানা ও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সরকার।

ছোট এই দ্বীপ রাষ্ট্রে প্রায় ৭ লাখ মানুষের বসবাস,জনসংখ্যার আনুপাতিক হারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় আমরা বাংলাদেশী প্রবাসী সহ আতঙ্কে আছে সকল জনসাধারণ। সাইপ্রাসের এই দুরাবস্থার দরুনে অবস্থানরত বাঙালি প্রবাসীরা অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

আন্তর্জাতিক এর আরও খবর: