সার্ক জার্নালিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত।

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩০ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


ইন্টারন্যাশনাল ডেস্কঃ

 গতকাল  রাতে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত আটটি দেশের সাংবাদিকদের নিয়ে গঠিত সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন "সার্ক জার্নালিস্ট ফোরাম"- এর কেন্দ্রীয় এক্সিকিউটিভ কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের তৃণমূল বার্তা ও হ্যালো ঢাকা নিউজ এর সম্পাদক ,দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের মহাসচিব, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল ওনার্স ফোরামের মহাসচিব মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট  ইন্ডিয়ার বিশিষ্ট সিনিয়র সাংবাদিক রামনাথ বিদ্রোহী।


ভার্চুয়াল সভায় আরো উপস্থিত ছিলেন,ইন্দো নেপাল জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট ও এশিয়ান টাইমসের সম্পাদক ও প্রকাশক নেপালের বিশিষ্ট সিনিয়র সাংবাদিক রাজু লামা,

পাকিস্তানের বিশিষ্ট সিনিয়র সাংবাদিক দৈনিক গুজরাটের নিউজ এডিটর শাগির আহমেদ,

আফগানিস্তানের কাবুল প্রেসক্লাবের সদস্য ও বোর্ড অফ মেম্বার  বিশিষ্ট সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান ওয়ায়িদ,

ভূটান থেকে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ভূটানের প্রেসিডেন্ট বিশিষ্ট সিনিয়র সাংবাদিক রিনঝিন ওয়াংচু,

মালদ্বীপের এবিএম নিউজ এর বিশিষ্ট সাংবাদিক ইসমাইল সাহু ও

শ্রীলংকার সিনিয়র সাংবাদিক স্বর্ণাবাহি পত্রিকার নিউজ এডিটর প্রাসাদ রূপা সিং।


ভার্চুয়াল মিটিংয়ে সার্ক জানালিস্ট ফোরামের

পরবর্তী ইন্টার্নেশনাল জার্নালিস্ট কনফারেন্সের আয়োজনের কথা নিয়ে আলোচনা  হয়।

করোনা পরিস্থিতি উন্নত হলে ভারতের দিল্লি অথবা নেপালের কাঠমান্ডু তে পরবর্তী ইন্টারন্যাশনাল সার্ক জার্নালিস্ট কনফারেন্সের অনুষ্ঠিত হওয়ার কথা ব্যক্ত করা হয়।

ভার্চুয়াল মিটিংয়ে সার্ক ভুক্ত দেশগুলোর বর্তমান করোনাভাইরাসের আপডেট তথ্য নিয়ে আলোচনা করা হয়। আলোচকরা মালদ্বীপ ও নেপালের ট্যুরিজমের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করেন, সার্কভুক্ত দেশগুলোর অর্থনৈতিক ধসের এর কথা উল্লেখ করা হয়। দেশগুলোতে বহু সংবাদকর্মী কর্মহীন হয়ে পড়ে, বহু লোক  চাকুরিচ্যুত  হয়।


ভার্চুয়াল মিটিংয়ে সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের 

আরো উঁচু মর্যাদা নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।  সাংবাদিকদের স্বাধীনতা আত্মরক্ষা ও ঐক্যবদ্ধ হওয়ার কথা উল্লেখ করা হয়।

সারাবিশ্ব হক সাংবাদিকদের নিরাপদ স্থান"-এই প্রত্যয় নিয়ে ভার্চুয়াল মিটিং শেষ হয়।

আন্তর্জাতিক এর আরও খবর: