ইতালি প্রবেশের আর কোন বাধা থাকল না বাংলাদেশীদের।
প্রতিনিধি মোঃ রিয়াজঃ
দীর্ঘ ৮ বছর বাংলাদেশিদের জন্য সুখবর এনে দিল ইতালির সরকার দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশকে কালো তালিকাভুক্ত থেকে বাদ দিল ইতালি সরকার।
এতে করে ইউরোপের দেশটি ইতালীতে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া যাবে সিজনাল ও ননসিজনাল।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের অনুরোধে ইতালীয় সরকার শেষ পর্যন্ত বাংলাদেশকে মৌসুমি ও অমৌসুমি শ্রমিক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে।
এর আগে এ কর্মসূচির শর্ত লঙ্ঘন করায় বাংলাদেশি খামার শ্রমিকদের এই সুবিধা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছিল।
কিন্তু চলতি বছরে রোমে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী জনদরদি শেখ হাসিনা। এ সময়ে সিজনাল ও অসিজনাল শ্রমিক কর্মসূচিতে বাংলাদেশ অন্তুর্ভুক্ত করতে তাকে অনুরোধ জানান তিনি।
অনুরোধের পরিপ্রেক্ষিতে ইতালির সরকার শেখ হাসিনার অনুরোধটি কার্যক্রম শুরু করে দিয়েছেন।
সোমবার ইতালির সরকার কার্যক্রমে নোটিশ করে এ তথ্য জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে।
এখন যে সকল বিষয় বাংলাদেশিরা ইতালিতে যেতে পারবেনএবার খণ্ডকালীন কাজের জন্য ৩০ হাজার ৮৫০ জন বিদেশি শ্রমিক নেবে ইতালি। কৃষি, হোটেল ও ট্যুরিজমসহ বিভিন্ন ক্যাটাগরিতে ইতালিতে প্রবেশ করতে পারবেন এসব শ্রমিক। এখন থেকে অনলাইনে মাধ্যমে ভিসা সংক্রান্ত তথ্যাদি পাওয়া যাবে অনলাইন করতে পারবেন।এতে করে বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে বড় একটি সুযোগ থাকবে বলে আশা করেন।