মার্কিন সেনাদের বাঁচার আকুতি
প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয়,
বিশ্ব কাঁপানো সেই মার্কিন রণতরী এখন করোনার থাবায় দিশেহারা। আমেরিকান নৌ বাহিনীর সবচেয়ে বড় রণতরী থিওডের রোজভেল্ট।
এই রণতরী দাঁপিয়ে বেড়িয়েছিলো সাগর, মহাসাগর আর কাঁপিয়েছিলো পুরো বিশ্ব।
এক সাথে ৪ হাজার সৈন্য আছে এই রনতরীতে।আমেরিকার বেশিরভাগ যুদ্ধবিমান আগ্রাসনী হামলা চালিয়েছিলো এই রণতরী থেকে।
সেই ৪ হাজার সৈন্যের রনতরী মধ্যে প্রায় ৩শ সৈন্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রয়টার্সের দাবী সেখানে কয়েকজন মারাও গেছে যেটি গোপন করছে ট্রাম্প ।
পেন্টাগনের কাছে বাঁচার আকুঁতি চেয়ে চিঠি পাঠানো সহ বেশ কয়েকটি বার্তাও পাঠিয়েছে তারা কিন্তু ট্রাম্প প্রশাসন তাদেরকে ফিরিয়ে নেওয়া তো দুরের কথা উপযুক্ত চিকিৎসা ও দিচ্ছেনা।
এই মার্কিন বাহির যুদ্ধাস্ত্র, উন্নত প্রযুক্তি ও তাদের রক্ষা করতে পারতেছে না। তাদের সকল শক্তি করোনা ভাইরাসের কাছে পরাজিত। তাদের রণতরীতে এখন বিভীষিকাময় বিরাজ করতেছে। মার্কিনীদের নৌ পথের মূল হাতিয়ার এখন মহা বিপর্যায় পড়েছে। সৈন্যগন জীবন নিয়ে আতঙ্কে আছে। বাঁচার জন্য ছটফট করতেছে।