তিন মাসের ভাড়া স্থগিত করেছে সাইপ্রাস সরকার
শামীম আহমেদ, সাইপ্রাস।
সারাবিশ্বে বর্তমান চলমান ইস্যু হচ্ছে করোনা ভাইরাস। পুরো বিশ্ব আজ হুমকির মুখে। যার কারণে তিন সপ্তাহের লক ডাউন শেষ না হতেই নতুন করে মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সাইপ্রাস সরকার।
এইদিকে লকডাউনের কারণে প্রায় লোকের কাজ বন্ধ। তারমধ্যে প্রবাসী বাংলাদেশিরা খুব খারাপ সময় পার করতেছে। যারা ডেলিভারি কাজ করে এবং গ্রোসারি শপে কাজ করে তারা কয়েকজন ছাড়া বাকি সবারই কাজ বন্ধ। বাসাভাড়া, খাবার খরচ জোগাড় করতে হিমসিম খাচ্ছে অনেকেই।
এই দুরাবস্থায় সাইপ্রাস সরকার একটু আশার বাণী শুনিয়েছেন। তিন মাসের জন্য বাসা ভাড়া,পানির বিল,বিদ্যুৎ বিল ও ইন্টারনেটের বিল স্থগিত করেছেন। মার্চ মাস থেকে মে পর্যন্ত এই তিন মাস কেউ বাসা না দিতে পারলে বড় ধরনের কোন সমস্যা নেই। মালিক বাসা ভাড়ার জন্য জোর করতে পারবে না, মালিক ঝামেলা করলে পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে। অপরদিকে এই তিন মাসের বিদ্যুৎ বিল,পানির বিল ও ইন্টারনেট বিল না দিতে পারলে সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। পরবর্তী সময়ে আস্তে আস্তে বকেয়া বিল পরিশোধ করতে হবে।
সাইপ্রাসে করোনায় আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়তেছে। স্বাস্হ্য মন্ত্রণালয় সোমবার সন্ধায় এক বিবৃতিতে জানান সাইপ্রাসে নতুন করে ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত নিশ্চিত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৪৬৫ জন আক্রান্ত হয়েছে। এই ৪৬৫ জনের মধ্যে মৃত্যুর সংখ্যা ১১ জন, সেবা নিয়ে সুস্থ হয়েছে ৪৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪১১ জন, মারাত্মক অসুস্থ হয়ে আইসিইউতে আছেন ১১ জন। মোট ১১,৬৬৪ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসা দিতে নিরলসভাবে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। অপরদিকে নর্দান সাইপ্রাসে এখন পর্যন্ত মোট ৯১ জন আক্রান্ত হয়েছে,একজন পুরুষ ও একজন মহিলা মোট ২ জনের মৃত্যু হয়েছে।