রাজৈর মাদারীপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের অায়োজন

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ০৭:২৭ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


থানা প্রতিনিধি: মোহাম্মদ রিয়াজ,

মাদারীপুরের রাজৈরে মুজিববর্ষ উপলক্ষ্যে "টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০"  উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার চৌয়াড়িবাড়ি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা ও উদ্ভোধনী ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়। 


রাজৈর যুব ইয়াং টাইগার্স ক্লাবের সভাপতি এস এম জাকির হোসেন ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মো মনিরুজ্জামান, রাজৈর থানার অফিসার ইনচার্জ( তদন্ত)  অানোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের কার্যকরি সদস্য সাংবাদিক সুজন হোসেন রিফাত, মো শাওন করিম, বাউল অাবুল হোসেন, মেহেদী হাসান মুন্না, সাহাবুদ্দিন খালাসী যুগ্ন সাধারণ সম্পাদক রাজৈর থানা ছাত্রলীগ, সাংবাদিক রিয়াজ, হাসানসহ প্রমূখ।

এসময় তিনটি দল রাজৈর একাদশ, টেকেরহাট ও অামগ্রাম একাদশের খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক এর আরও খবর: