এসোসিয়েশন অব বাংলাদেশ ইন সাইপ্রাস এর বিজয় দিবস উদযাপন।

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৩:৪১ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


সাইপ্রাস প্রতিনিধিঃ

করোনা পরিস্থিতি প্রতিকূলতার জন্য আইনগত বিধি নিষেধ থাকার কারণে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইন সাইপ্রাসের ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানটি আজ ২৫ শে ডিসেম্বর রোজ শুক্রবার সাইপ্রাসের স্থানীয় সময় বেলা ১১.৩০ টায় অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইন সাইপ্রাস এর কেন্দ্রীয় অফিস নিকোশিয়া অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব জি এম মুকুল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক অলক শাহা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইন সাইপ্রাসের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জনাব তুহিনুর রহমান খাঁন, সাধারণ সম্পাদক জনাব শামীম ফয়সাল। আরো বক্তব্য রাখেন জনাব সুজন ভূঁইয়া, আহ্বায়ক সাইপ্রাস বি এন পি। অনুষ্ঠানে সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি করোনা পরিস্থিতিতে সকলকে সচেতনতার কথা তুলে ধরেন। সেইসাথে লাখো শহীদের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা,সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। সাইপ্রাসে অবস্থানরত সকল বাংলাদেশীদের সমস্যা সমাধানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করার কথা তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আল-আমীন ,তরুন আওয়ামীলীগ নেতা ও সাবেক নির্বাহী সদস্য , বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাংসদ। মনির সরকার,শেখ জামাল। বাংলাদেশ হিন্দু কল্যান পরিষদ সাইপ্রাসের উপদেষ্টা উত্তম কুমার সহ আরো অনেকে। সকলকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।

আন্তর্জাতিক এর আরও খবর: